একদিন যাবো ভুলে তোমার মতন
অন্য মন পেয়ে গেলে করবো যতন।।


তোমায় দেখে বুঝবো জীবনের মানে
দূরে গিয়ে হাসো যদি এই মন জানে।
কষ্টে কষ্টে পুড়ে হবো মাণিক রতন।।


মরে গিয়ে বাঁচা হবে এই পৃথিবীতে
কতজনা এভাবেই বাঁচে কষ্ট নিতে।
তুমি ছাড়া এ জীবন হবে না পতন।।


রচনা কাল : ০৪/০৯/২০১৮ ইং