একদিন শূন্য হাতে এসে ছিলে ভবে
আবার ভুবন ছেড়ে শূন্য হাতে যাবে।।
কত সুন্দর পৃথিবী কত ফল ফুল
কত যে আপন জনা সবে দেখা ভুল।
ও মন কিছুই তোর সঙী না রে হবে।।
মিছে সব আশা বাসা মিছে সব কিছু
ছলনাতে পড়ে ভবে পড়ে আছো পিছু।
কেন এ আসা যাওয়া ভরা এই ভবে।।
রচনা কাল : ১৮/০১/২০১৮ ইং