একবার যদি কেউ দিতো ডাকে সাড়া
সুখে প্রাণ যেতো ভরে হত আত্মহারা।
ঘুরেফিরে মন শুধু যেতো তার পাশে
বুক ভরে দিত প্রেম যেন প্রতি মাসে।।


একা একা বেয়ে যাই জীবনের তরী
সুখ দুঃখ বুক মাঝে কেন তবে ধরি।
শান্তি দেখি ঢেউ তালে দূরে দূরে ভাসে।।


কত কথা ব্যথা হয় নিশিরাতি কালে
স্বপ্ন গুলো দুঃখ শুধু বুক মাঝে ঢালে।
চাঁদ তারা মনে হয় মিছামিছি হাসে।।


রচনা কাল : ২৭/০১/২০১৯ ইং