একবার এসেছিল বড় ভালবেসে
মরিচিকা হয়ে গেল মিষ্টি করে হেসে।।


খুঁজে যাই সব খানে কোন খানে নাই
ছুঁয়ে ছুঁয়ে তবু যেন ছোঁয়া নাহি পাই।
ছলনায় তরী খানি গেল বুঝি ভেসে।।


ভাবনাতে আঁকি তারে প্রতি নিশি রাতে
দেখি তার সেই ছবি স্বপ্ন রাখে হাতে।
চেনা জানা তবু কেন রয় ভিনদেশে।।


বুঝে নিলে এই মন সুখে ভরে যাবে
আশা গুলো পূর্ণতার ছোঁয়া তবে পাবে।
সত্যি করে ভালবাসে স্বপ্ন মাঝে এসে।।


রচনা কাল : ১৯/০১/২০১৯ ইং