একা চলা এই ভবে বড় জ্বালাময়
ধুকে ধুকে মন যেন শুধু ক্ষয়ে যায়।।
যে চলে চুপটি করে ওই মেঠো পথে
তার কথা নাই দাম নেই কেহ সাথে।
শুণ্য পথে একা কথা বলে মাথা যায়।।
দিন গেল রাত গেল কেহ নাহি এলো
পথে পথে একা ঘুরে নাহি লাগে ভালো।
এ প্রাণ কাঁদে আমার বুকে নাহি সয়।।
রচনা কাল : ২১/০৩/২০১৮ ইং