এক বেলা তোর সাথে কথা নাহি হলে
হাহাকারে এই বুক কত করে জ্বলে।।


ধীরে ধীরে তোর লাগি তৃষা বেড়ে যায়
হৃদয়ের সব খান শুধু তোরে চায়।
সয়ে যেতে চোখে জল করে টলমলে।।


তোর জন্য এই প্রাণ বাঁচে আর মরে
ভাবি যদি পর হবে মাথা ব্যথা করে।
তোরে নিয়ে মন প্রাণ কত কথা বলে।।


রচনা কাল : ০৯/০৯/২০১৮ ইং