এক বেলা কোন দিন কথা নাহি হলে
হৃদয়ের মাঝে যেন শুধু অগ্নি জ্বলে।।


ফোন দিলে সব জ্বালা মাটি হয়ে যায়
মহাসুখে মন তাই কত গান গায়।
হাসি ভরা ছবি খানি কত কথা বলে।।


যত্ন করে সব ছবি বুকে রেখে দেই
আধরাতে দেখে যেন সুখ মনে নেই।
মিষ্টি কথা যত শুনি স্বপ্ন তত ফলে।।


মাঝে মাঝে অপেক্ষায় প্রাণ চলে যায়
ইমু আর ফেসবুক ব্যথা যেন পায়।
মনে হয় দূরে গেলে ফাঁসি পড়ে গলে।।


রচনা কাল : ৩০/০১/২০১৯ ইং