এই প্রাণে টান লেগে বুক যাবে ছিঁড়ে
বন্ধু তোর ভালবাসা নিস না রে কেড়ে।।


স্বপ্ন দিলি দুই হাতে কেড়ে নিবি কেন
বাঁচতে কি দিবি না রে সুখ নিয়ে যেন।
বন্ধু তোরে কি বলিবো প্রাণ শুধু পোড়ে।।


বলেছিনু সবে দিবো কেন লাগে ভয়
বন্ধু তুই যা রে নিয়ে আমার হৃদয়।
কুঁড়ানো সুখের ঘর তোর বুকে গড়ে।।


রচনা কাল : ১৬/০৩/২০১৮ ইং