এই পথে চলে গেলে কিছুক্ষণ আগে
মন মোর ছুঁয়ে গেলে যেন অনুরাগে।।


কোথা তুমি গিয়ে ছিলে না কি কোথা যাচ্ছো
আমার হৃদয় ডাকে তা কি তুমি বুচ্ছো।
কত দিন রবে আর তুমি এত রাগে।


কত দিন হয়ে গেল কথা নাহি বলো
এক সাথে কত দিন নাহি চলা হলো।
আবেগি মনের কথা নাহি শোনো আগে।।


রচনা কাল : ১৪/০১/২০১৮ ইং