এই মন ঘরে বন্দি থাকে নাহি আর
বাঁশি সুরে দিবানিশি ডাকে বার বার।।


পাগলের বেশে বুঝি শুধু ভালবাসে
দু'নয়নে দেখা পেলে সারাক্ষণ হাসে।
মন দিয়ে প্রাণ দিয়ে করে দিছি পার।।


বুক সাথে বুক বেঁধে ফিরে পাই সুখ
কথা বলি মন খুলে ফেটে তাই মুখ।
হৃদয়ের সব খানে লিখি নাম তার।।


প্রেমে মেলে বড় তৃপ্তি বুঝে গেছি আজ
ভাবি তাই একা বসে ফেলে সব কাজ।
এই সুখ চিরকাল থাকে যেন ধার।।


রচনা কাল : ১৭/১১/২০১৮ ইং