এই মেঠো পথে আর ফিরবে না জানি
আমায় যে যাবে ভুলে কি করে তা মানি।।
সেই আষাঢ় শ্রাবণে বর্ষণ ধারায়
তরী পরে ভেসে গেছি দূর কোন গাঁয়।
পথহারা হলে পরে চোখে আসে পানি।।
ছোট চুলে ফিতা বাঁধা মুখে মিষ্টি হাসি
চরণে নূপুর বেজে বলে ভালবাসি।
তাই শুনে শুরু হল গ্রামে কানাকানি।।
রচনা কাল : ০৫/০৬/২০১৮ ইং