এই গাঙে জল ছিল ভরা বরষায়
সাঁতার দিয়ে যেতাম দূর অজানায়।।


কত ঢেউ ছিল সাথে, বিশাল আকাশ
সেই দিন মনে হলে ফেলি দীর্ঘশ্বাস।
দিন কেন এত দ্রুত যায় গো হারায়।।


সুখের পবন আর ওঠে না এ পথে
নিশ্চুপ ঘাটের কনা হাসে না যে সাথে।
কেন যে বড় হলাম শূন্য এ ধরায়।।


রচনা কাল : ০১/০৩/২০১৮ ইং