এই দু'টি চোখ মেলে দেখি যতবার
তুমি ছাড়া চারপাশে কেউ নাহি আর।।
বড় বেশি ভালবেসে কাছে পেতে চাই
তুমি ছাড়া এই মনে আর কেহ নাই।
ঘর যদি বাঁধি কভু এই আঙিনায়
তুমি এসে ভালবেসে উঠো সেই নায়।
সুখ দুঃখ নদীটার বেয়ে যাবো ধার।।
ভাবনার সব খানে দেখি শুধু তুমি
মন ভরে চুপিসারে দেই কত চুমি।
স্বপ্ন মাঝে গিয়ে কাছে বলি ভালবাসি
তাই শুনে দিবানিশি দাও বুঝি হাসি।
মাঝে মাঝে ব্যথা দিয়ে কাঁদো ঝারে ঝার।।
রচনা কাল : ০৩/১১/২০১৮ ইং