এই দেহ মাটি হবে ভেবে লাগে ভয়
চিরকাল রবো ঘুমে প্রাণে নাহি সয়।।


কত দিন বাঁচা হবে আর পৃথিবীতে
মিছে করো খাটাখাটি মিছে সুখ নিতে।
ভাবনাতে দিলে ঠাই বুক হবে ক্ষয়।।


ঘরবাড়ি শক্ত করে বেঁধে লাভ নাই
কতক্ষণ দম রবে আগে জানা চাই।
ষাট বছরের বেশি বাঁচা কষ্ট হয়।।


লোভে পরে পাপ কাজে দাও যদি হাত
বিচারের রায়ে সাজা হবে আঁখিরাত।
সেই দিন পাশাপাশি কেউ নাহি রয়।।


রচনা কাল : ১২/১২/২০১৮ ইং