এই দেহ মাটি দিয়ে গড় বলে তুমি
ইচ্ছে করে কারো বুকে দাও মরুভূমি।
হাহাকারে পুড়ে প্রাণ ছাই হয়ে যায়
মরিচিকা ছলে কিছু সুখ খুঁজে পায়।।


বৃষ্টি আসে নাহি ভবে উড়ে ধুলাবালি
মন জুড়ে নাই সুখ শুধু পোড়া কালি।
ঘুমহারা নিশিরাত কাটে ভাবনায়।।


অশ্রু জলে হয় নদী বয় স্রোত ধারা
বড় বেশি কাঁদে প্রাণ হয়ে সাথি হারা।
জোড়া যদি যায় ভেঙে সুখ নাহি চায়।।


রচনা কাল : ০৮/১১/২০১৮ ইং