এই বুকে যত প্রেম সব নিয়ে যাও
বিনিময়ে কিছু হাসি উপহার দাও।।


ভুল করে পাশে এসে বসো একবার
ভাবনাতে তবে আর মানবো না হার।
এই মন ছাড়া আর কি গো তুমি চাও।।


চাঁদ তারা সূর্য এনে পারবো না দিতে
পৃথিবীর সব সুখ দিবো না তো নিতে।
শুধু আমার প্রেমেই সুখ খুঁজে নাও।।


রচনা কাল : ২৬/০৯/২০১৮ ইং