এই বুকে তোর ছবি যত্ন করে রাখি
ভুলে গেলে যাবো মরে ওরে সোনা পাখি।।


তোর নামে দিবানিশি লিখি কত গান
এতটুকু হাসি দিলে ভরে যায় প্রাণ।
স্বপ্ন মাঝে শুধু তুই আর কেউ নাই
ভালবেসে চিরকাল তোরে যেন পাই।
পর হলে অশ্রু জলে ভেসে যাবে আঁখি।।


স্বপ্ন ভরা দু'নয়ন তোরে শুধু চায়
চারদিকে সারাক্ষণ তাই খুঁজে যায়।
এক বেলা যদি কভু নাহি দেখা হয়
মন প্রাণ কেন জানি শুধু পায় ভয়।
মাঝে মাঝে তাই যেন মনে স্মৃতি মাখি।।


রচনা কাল : ০৪/১১/২০১৮ ইং