এই বুকে শুধু তুমি আর কেউ নাই
ভালবেসে খুব কাছে তোমাকে যে চাই।।
দিবানিশি সারাক্ষণ শুধু মনে পড়ে
না দেখিলে একদিন অশ্রু শুধু ঝরে।
সইতে পারি না জ্বালা কাছে আসো তাই।।
প্রেম দিয়ে দাও ভরে এই মন প্রাণ
বুক জুড়ে হাহাকার ব্যথা ভরা গান।
দেখা দিলে কত করে সুখ খুঁজে পাই।।
রচনা কাল : ২৮/১০/২০১৮ ইং