এ খেলা নয় রে খেলা আছে আরো খেলা
সেই খেলা হবে শুরু থেমে গেলে বেলা।।


বেশিদিন নয় বাকি আসতে সময়
ধীরে ধীরে সব ছেড়ে হয়ে যাবে ক্ষয়।
এই দিন পেয়ে তুমি করো না ক হেলা।।


সুখ দুঃখ নিয়ে কোথা পারবে না যেতে
কেন করো ছলাকলা কি বা মন পেতে।
সবে রবে দূরে দূরে দিলে তুমি ঠেলা।।


রচনা কাল : ২৭/০৬/২০১৮ ইং