দু'টি চোখ জলে ভেজা আজ সারা রাত
পর হয়ে গেছে বলে ভেঙে গেছে হাত।
পৃথিবীতে হাহাকার কেউ নেই সনে
পাগলের বেশে তাই ঘুরি বনে বনে।।
শূন্য লাগে মন জুড়ে আর কিছু নাই
কষ্ট দিয়ে গান লিখে শুধু গান গাই।
কবে হবে শেষ জ্বালা প্রাণ দিন গনে।।
এসেছিল বুক মাঝে ভালবেসে যাবো
জীবনের পথে আর কাছে নাহি পাবো।
মিথ্যে হবে বেঁচে থাকা ভাবি আনমনে।।
রচনা কাল : ১৮/১২/২০১৮ ইং