দূরে যাবি একদিন মিছে এলি ধারে
প্রেম দিতে করি মানা তোরে বারে বারে।
জোড় করে নিলি মন দিলি বড় হাসি
কিছু সুখ দিতে যেন বলি ভালবাসি।।
সত্য প্রেম যত দিলি বুঝি নিতো কিছু
তাই কভু যাই নিতো ভুলে তোর পিছু।
দূরে গেছি বার বার বলে আসি আসি।।
মন থেকে কোনদিন দেই নিতো দাম
কিছু কথা হত যদি নাহি রত কাম।
অভিশাপ দিলে দিস তুই বারোমাসি।।
রচনা কাল : ২৫/০১/২০১৯ ইং