দূরে গেলে কষ্ট পাবে বলো মাঝে মাঝে
সেই ক্ষণে বিরহের রঙ মনে সাজে।
কোনদিন ভুলে গেলে যাবে প্রাণ মরে
ব্যথা বুকে নিয়ে চোখ অশ্রু যাবে ঝরে।।
পর হবে ভাবো যদি কেন এলে কাছে
ভুলভাল কথা বলে যাও কেন পাছে।
কষ্ট লাগে বুক মাঝে মাথা ব্যথা করে।।
সত্যি যদি ঘর বাঁধো পর লোক সনে
পাগলের বেশে তবে রবো বনে বনে।
শুনে রাখো সব কথা মনে যেন ধরে।।
রচনা কাল : ২০/১২/২০১৮ ইং