দুঃখ সুখে রাখো মাগো বুকে দিয়ে ঠাই
তুমি আছো দিবানিশি প্রাণে মিশে তাই।।
মুখে তুলে দাও খাদ্য তৃষা পেলে জল
সারাক্ষণ রাখো ধরে দিয়ে দৃষ্টি বল।
তুমি ছাড়া কোন সুখ নাহি কোথা পাই।।
তুল্য নাহি কারো সাথে দিতে কভু পারি
দুনিয়ার বুকে তুমি এক খানা গাড়ি।
চলো তবে মৃদু পায়ে আমি গান গাই।।
মৃত্যু কালে বুকে টেনে নিও একবার
শেষবারে মহাসুখে ঘুমে দিবো পার।
ইহকাল ছেড়ে গিয়ে সেখানেও চাই।।
রচনা কাল : ১৬/১২/২০১৮ ইং