দুঃখ দিয়ে প্রাণ ভরে হাসে কত জনে
বন্ধু হয়ে রয় তারা তবু মোর সনে।।


প্রয়োজনে পা ধরবে পিছে পিছে রবে
শেষ হলে সেই কাজ দূরে যাবে সবে।
এমন বন্ধু আমার ভাবায় গোপনে।।


মোর প্রয়োজনে তারা রাগান্বিত হয়
নানা অজুহাতে যেন দূরে দূরে রয়।
মন পুড়ে ছাই হয় দারুণ দহনে।।


রচনা কাল : ২৯/০৫/২০১৮ ইং