দুঃখ দিয়ে চলে গিয়ে আছে নিরালায়
আজকের এই দিনে শুধু কান্না পায়।
বার বার এই দিন ঘুরে ফিরে আসে
ব্যথা ভরা স্মৃতি গুলো তাই বুঝি হাসে।।


বিরহের সুর শুধু তোলে এই প্রাণ
হাহাকারে যায় ভরে যেন প্রতি গান।
কষ্ট ভরা বুক বলে কেউ নাই পাশে।।


সুখ খুঁজে দুঃখ পাই শত শত বার
দুনিয়ার কোন খানে যাবো নাহি আর।
পথ ভুলে আছি বসে আজ দূর্বাঘাসে।।


রচনা কাল : ২৫/১১/২০১৮ ইং