দু'দিনের পৃথিবীতে একদিন হাসি
অন্য দিন অশ্রু জলে বুক যায় ভাসি।।


ধূসর পৃথিবী যেন দেখেছে হৃদয়
কষ্ট গুলো বড় সেথা সুখ ছোট হয়।
দুঃখ তরী ছেঁড়া পালে দেখো রয় ভাসি।।


কষ্ট ভিড়ে সুখ গুলো খুঁজে নাহি পাই
কবে দেখা পাবো তার দিন গুনে যাই।
আসবে ঠিকই সুখ মনে রাশি রাশি।।


রচনা কাল : ১৬/০৫/২০১৮ ইং