দু'নয়নে বৃষ্টি ঝরে গভীর আঁধারে
তুমি আছো মোরে ছেঁড়ে কত পথ দূরে।।
মনে পড়ে কত স্মৃতি ভুলা তা যায় না
হাহাকার নামে বুকে হৃদয়ে সয় না।
কত দিন গত হল আছো পর ঘরে।।
ভালবাসা মিছে ছিল হৃদয়ে তোমার
সত্য আজ ভালবেসে বেঁধেছো যে ঘর।
জানি না এভাবে আর কত রবে দূরে।।
রচনা কাল : ১১/০২/২০১৮ ইং