দোয়েলের শিসে যার ঘুম ভেঙে যায়
সে তো বাঙালি আমার আর কোথা হায়।।


আঁকাবাঁকা মেঠো পথ তার পাশে বন
কিছু দূরে বর্ষা জল ভরায় নয়ন।
মাঝি ভাই তরী পরে গান গেয়ে যায়।।


কৃষি ভাই রৌদ্রে পোড়ে সারা দিন ভরে
তাঁত বোনে তাঁতি ভাই ভাঙা তাঁতঘরে।
তেঁয়াশিয়া গ্রামখানি উঁকি মেরে চায়।।


রচনা কাল : ১১/০৫/২০১৮ ইং