দক্ষিণা বাতাসে দোলে আজ মন প্রাণ
হৃদয় পাজর জুড়ে তাই গাহে গান।।
মেঘের আকাশ খানি গেছে বহু দূরে
পাখিরা উড়ছে তাই নীলাকাশ জুড়ে।
ভুবনে সুখের দিন এলো বুঝি ফিরে
কষ্টের অন্তর গুলো প্রেম পেলো নীড়ে।
মায়াবী মুখের হাসি সব করে দান।।
হাজার বছর যেন বাঁচি পৃথিবীতে
পারবো তবেই প্রেম সবটুকু নিতে।
মনের গভীরে আজ উঠে সুখ ঝড়
নিশিতে বাজছে বাঁশি কেউ নাহি পর।
স্বপনে আঁধার ঘরে পাই এত মান।।
রচনা কাল : ০৬/১১/২০১৮ ইং