দিন যায় বুকে প্রেম আরো বেড়ে যায়
নিশি রাত লাগে ভাল মন সুখ পায়।।
কিভাবে এমন হয় কেউ তো জানে না
প্রেম কেন পড়ে ঘাড়ে কেউ তো বোঝে না।
যারা বোঝে তারা হাসে বসে নিরালায়।।
বহু দূরে দু'টি মন তবু এক হয়
ভালবেসে পৃথিবীটা করে যেন জয়।
জনমে জনমে এক থাকতে যে চায়।।
রচনা কাল : ০৬/০৮/২০১৮ ইং