দিন গুলো স্মৃতি হল শত বেদনার
হাসি ভরা মুখ খানি দেখি নাহি আর।।
সেদিনের সাথে সব গেছে বহু দূরে
আমি শুধু একা একা আছি স্মৃতি ধারে।
মনের লুকানো ব্যথা জাগে বারে বার।।
দূরে গেছে বলে প্রিয়া মরি ধুকে ধুকে
পৃথিবীর সব ব্যথা যেন মোর বুকে।
হৃদয়ের সব খান পোড়ে শতবার।।
রচনা কাল : ১৯/০৪/২০১৮ ইং