দেখলে তোমার মুখ সবে হয় পর
হাসলে হৃদয় মাঝে ওঠে সুখ ঝড়।।


কখনো সময় পেলে এসো খুব কাছে
অন্তরে সযত্নে কত কথা জমা আছে।
বলবো সমস্ত কিছু বসে কোন ঘর।।


আসবে দুয়ারে জানি ভাবি কত করে
এঁকেছি বুকের মাঝে স্বপ্ন থরে থরে।
জানলে মনের কথা বেঁধে নিবে ঘর।।


কেমনে বুঝাই বলো থাকো দূর দেশে
ডাকলে অনেক দূরে যাও আরো হেসে।
চলছে তাইতো প্রাণে চৈত্র খরতর।।


রচনা কাল : ২৪/০১/২০১৯ ইং