দেখিনা তোমার মাঝে কথা বলা মন
বুকেতে আগুন জ্বলে তাই সারাক্ষণ।।
যখন আপন ছিলে কত কথা হত
দূরের মানুষ হয়ে দুঃখ দিলে শত।।
অপেক্ষা করছি আজো মিছে ভরসায়
বুঝেছি সুখের সাথে দিন কেটে যায়।
নিশিতে একেলা কাঁদি কষ্টে অবিরত।।
ভুলতে পেরেছো তুমি পর বুকে গিয়ে
কেমনে সইবো জ্বালা এত স্মৃতি নিয়ে।
আঘাতে আঘাতে প্রাণ হয়ে গেল ক্ষত।।
রচনা কাল : ৩১/১২/২০১৮ ইং