দেখেছিলাম তোমায় বহু দিন আগে
এসে ছিলে বুক মাঝে কত অনুরাগে।।
কেঁদে ছিলে ধরে হাত যাবে না তো দূরে
আসুক যতই ঝড় ব্যথা সুরে সুরে।
পাশাপাশি রবো শুধু ভুবনের বাগে।।
আমায় দেখতে যেন ছুটতে নিশিতে
কেউ যেন নাহি দেখে এমন পীরিতে।
সেই তুমি ভুলে গেল যেন ভুল রাগে।।
রচনা কাল : ০২/০৫/২০১৮ ইং