ডেকে যাই বারে বার যদি প্রাণে চায়
সত্য পথ দেখে শুনে তবে ওঠো নায়।।
কুরানের পথে আসো নেই ভুল ভ্রান্তি
ইহকাল পরকাল দু'জীবনে শান্তি।
আল্লাহর নাম ঝপে সবে সুখ পায়।।
নদী বয় ঢেউ ভাঙে বায়ু উড়ে আসে
মাঝে মাঝে মেঘমালা নিলাকাশে ভাসে।
কার নামে পশু পাখি এত গান গায়।।
তৃপ্তি নাই কোন খানে ইসলাম ছাড়া
লাভ নাই ঘুরেফিরে দেখে সব পাড়া।
সত্য পথ পাবে কবে ক্ষণ চলে যায়।।
রচনা কাল : ২৭/১১/২০১৮ ইং