দাও নি কখনো ব্যথা তবু লাগে ভয়
ভালবাসা দিয়ে শুধু ভরালে হৃদয়।।


তুমি ছাড়া এই ভাবে কেউ কোনদিন
ভালবেসে করে নি তো এতটুকু ঋণ।
তাই বলে মন প্রাণ প্রেম হবে জয়।।


দূরে আছো তবুও তো আছো মনে প্রাণে
আমিও তোমার মনে আছি  মন জানে।
ফোনে কথা দিবানিশি তাই যেন হয়।।


রচনা কাল : ১৬/০৮/২০১৮ ইং