ছোট ছোট মানুষের বড় বড় আশা
কে রাখে তার খবর হয় না নিরাশা।।
জীবনের শেষ প্রান্তে গোছায় ভুবন
বলে না পাগল তারে করে আয়োজন।
কত দিন রবে তার শূন্যে ঘর খাসা।।
দুঃখ পেয়ে তবু হেসে করে তার খেলা
দিন যায় রাত যায় ফুরে যায় বেলা।
আঁধার ঘনিয়ে এলে তবু বাঁধে আশা।।
রচনা কাল : ২২/০২/২০১৮ ইং