চলতে চলতে দেহ গেছে আজ ঘেমে
বলতে বলতে কথা তাই যাই থেমে।
গাইতে গাইতে গান গেছি আজ ভুলে
দেখেছি স্মৃতির পাতা ভুল করে খুলে।।
মনের ভেতর কথা যাচ্ছে ঘুরেফিরে
বলবো বুকের ব্যথা কার কাছে ধীরে।
ভাবছি আঁধার রাতে কূল হারা কূলে।।
সয়েছি বিরহ জ্বালা একা বসে ঘরে
পুড়তে পুড়তে বুক ছটফট করে।
পাইনে এমন কেউ কষ্ট নিতো তুলে।।
রচনা কাল : ২১/০১/২০১৯ ইং