ছলনা করে নি তো সে , বাসে নি তো ভাল
একা একা ভালবেসে মন নাহি পেল।।
একা একা প্রেমে পড়ে কষ্ট শুধু বাড়ে
হৃদয়ের অলিগলি শুধু যেন পোড়ে।
এত ঘুরে তার পিছে সুখ নাহি পেল।।
ধুকে ধুকে প্রাণ কাঁদে ছোঁয়া না রে পেয়ে
কেমন এ ভালবাসা পোড়ায় হৃদয়ে।
হৃদয় পোড়ার জ্বালা, দেখে নাহি গেল।।
রচনা কাল : ০৮/০৩/২০১৮ ইং