চলে যাবো বহু দূরে এই গ্রাম ছাড়ি
সাথে যদি যাও তবে আসো তাড়াতাড়ি।
অপেক্ষাতে প্রাণ যায় আছো কত দূরে
কথা বলে বৃষ্টি ফোঁটা মিষ্টি সুরে সুরে।।
চুপিসারে গান গেয়ে মনে জাগে সুখ
কিছুক্ষণ পরে দেখা হবে হাসি মুখ।
দু'নয়ন চারদিকে দেখে ঘুরে ঘুরে।।
বেলা করে ডুবুডুবু আসা তবু নাই
কোন খানে পড়ে আছো তার খোঁজ চাই।
ব্যথা উঠে তুমি বিনে সারা প্রাণ জুড়ে।।
রচনা কাল : ১২/১১/২০১৮ ইং