চলে গেছে বলে দূরে কোন সুখ নাই
ঘুম ঘুম দু'নয়নে স্বপ্ন দেখে যাই।।


স্মৃতি গুলো অন্ধকারে জ্বলে সারাক্ষণ
সেই হাসি মুখ খানি দেখে শুধু মন।
ছুঁয়ে যেতে প্রাণ চায় কোথা নাহি পাই।।


ভোমরের কান্না আসে ফুল গেলে ঝরে
পাগলের বেশে ঘুরে সারাদিন ধরে।


যত ভাবি তত মন পুড়ে যেন যায়
এই শুণ্য বুক কাঁদে বসে নিরালায়।
হাহাকার ঘুরেফিরে কাছে আসে তাই।।


রচনা কাল : ১২/১১/২০১৮ ইং