ছলছল নদী ঢেউ যায় কোথা বেয়ে
সেই ঢেউ পরে মাঝে যায় গান গেয়ে।।


কতদূর যাবে মাঝি জানা কারো নাই
ঘাটে ঘাটে থামে যদি তার দেখা পাই।
হাসি মুখে দুঃখ দেখি অপলকে চেয়ে।।


সোনা রূপা দামি ধন নাহি সে তো চায়
পদে পদে তবু ব্যথা উঠে তার নায়।
মুখ বুঝে বসে রয় দুঃখ কত পেয়ে।।


রচনা কাল : ০১/০৯/২০১৮ ইং