ছলছল আঁখি তার দেখি কল্পনায়
ভালবেসে মন প্রাণ তারে কাছে চায়।।


জীবনের প্রতিক্ষণে স্বপ্ন বাঁধে বাসা
সে যদি করে পূরণ দিয়ে ভালবাসা
তবে তো সুখের ছোঁয়া লাগবে এ গায়।।


ভাবনার রাজ্য জুড়ে তার আনাগোনা
ভেসে ওঠে তার ছবি ফেলে দেই সোনা।
মনে মন মিলে গেলে তৃষ্ণা মিটে যায়।।


রচনা কাল : ০৮/০৭/২০১৮ ইং