চোখেতে সাগর আছে বাষ্প হয় তাই
ব্যথা পেলে মেঘ জমে ঝরে পড়ে ভাই।।
বাগানে ফুল ফুটেছে দেখতে সুন্দর
ভোমরেরা দল বেঁধে সাজায় অন্তর।
ঝরে পড়ে যদি ফুল তার দাম নাই।।
জোসনার আলো দিয়ে যার মন গড়া
সূর্যের আলোর মাঝে পড়ে যায় ধরা।
আঁধারের মাঝে গান গেয়ে সুখ পাই।।
রচনা কাল : ১২/০৫/২০১৮ ইং