চোখের আড়াল হলে আসে ভাবনায়
প্রেমফুল ঝরে গেলে হাসে না হৃদয়।।
ওই দূর শালবনে মিলে ছিল মন
স্বর্গ মনে হয়ে ছিল সেই শালবন ।
চাঁদের মেঠো আলোয় সুখ নাহি রয়।।
ব্যথা দিয়ে বোঝে যদি মনের মানুষ
সেই ব্যথা সুখ হয়ে ফেরায় যে হুশ।
মধুময় লাগে গান প্রেমের ছোয়ায়।।
রচনা কাল : ০৩/২/২০১৮ ইং