চোখ বুঝে দেখি যত লাগে তত ভাল
আঁধারে বসে একেলা দেখি না তো কালো।।
যত ভাবি তত রঙ লাগে বুঝি মনে
সেই কথা বলি না ক বসে কারো সনে।
স্বপনে সে এসে মন করে অগোছালো।।
দু'টি পাখি গানে গানে কত সুখ পায়
নিরালায় বসে শুনে মন ভরে যায়।
কেমনে বলবো তারে প্রেম বুকে ঢালো।।
রচনা কাল : ২৭/১০/২০১৮ ইং