চিরকাল ভালবাসা দুঃখ হয়ে রয়
বিরহের সুর বুকে বহুকাল বয়।।
ব্যথা ভবে নানা ঢঙে সব স্থানে ঘুরে
পায় না তো কেউ ছাড়া ধরে শক্ত করে।
ব্যথা ছাড়া নাই প্রাণ সবে যেন কয়।।
স্বর্গ মাঝে ব্যথা ছাড়া হবে না রে মূল্য
সব খানে ব্যথা সুখ হবে যেন তুল্য।
শাহিন বলে সবারে পাও কেন ভয় ।।
রচনা কাল : ১০/০৪/২০১৮ ইং