চিরকাল মনে মনে যাবো ভালবেসে
তোমায় স্মরণে রবে জীবনের শেষে।।


ভালবাসি বলে বলে জ্বালাবো না আর
প্রেমের ভিখারি হয়ে আসবো না ধার।
ভুলাতে চাইবো না তো মিষ্টি মিষ্টি হেসে।।


জোর করে ভালবাসা যায় না পাওয়া
সুর ছাড়া কোন গান যায় না গাওয়া।
বুঝে গেছি সব কিছু ঘুরে দেশে দেশে।।


রচনা কাল : ০৫/০৯/২০১৮ ইং