চিরদিন একা আমি ভালবেসে যাবো
ভালবাসা জানি আমি নাহি আর পাবো।।
তৃষিত হৃদয় খানি শুধু কেঁদে যায়
পথ চেয়ে কারো দেখা মন নাহি পায়।
সারাটি জীবন আমি একা রয়ে যাবো।।
আপন করতে চাই সেই হয় পর
দুঃখ দিয়ে চলে গিয়ে বাঁধে সুখে ঘর।
মুখ বুঝে কথা শুনে আর কত যাবো।।
রচনা কাল : ০৩/০৭/২০১৮ ইং