চেয়েছি হৃদয় থেকে শুধু ভালবেসে
পরের ঘরনী হয়ে ব্যথা দেয় শেষে।।


পৃথিবী আঁধারে ঢাকা এই দু'নয়নে
ঘুমাই পথের মাঝে ধূলা বালি সনে।
মনের মানুষ কেন রয় দূর দেশে।।


ফুলের বাগানে যেতে মন পায় ভয়
আড়ালে লুকানো কাঁটা দেহ করে ক্ষয়।
স্বপ্নের ভেতরে ফুল ছুঁই তবু হেসে।।


অন্তর পুড়ছে বলে কোথা ঠাই নাই
ব্যথিত হৃদয় নিয়ে সুখ নাহি চাই।
ভুবন গলিতে রই পাগলের বেশে।।


রচনা কাল : ২০/১১/২০১৮ ইং